ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লাহোর যাচ্ছেন বিজয়?

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, মার্চ ২, ২০১৭
লাহোর যাচ্ছেন বিজয়? ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট লিগ পিএসএলের ফাইনালে কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে খেলতে বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান এনামুল হক বিজয়কে আমন্ত্রণ জানানো হয়েছে। টুর্নামেন্টের শুরু থেকে কোনো দল না পেলেও কোয়েটার হয়ে ফাইনাল ম্যাচটি খেলতে তিনি যাচ্ছেন কি না সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বৃহস্পতিবার (২ মার্চ) বিষয়টি নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বোর্ডের সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন। কিন্তু সেখানেও তিনি নিশ্চিত করে কিছুই বলেননি।

  

সুজন জানান, ‘এ ধরনের একটি খবর আমাদের আজকে জানানো হয়েছে। আমরা বোর্ডে আলোচনা করে সিদ্ধান্ত নেব। সার্বিক বিষয় চিন্তা করেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। ’

তবে সুজন এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে না পারলেও বাংলাদেশ ক্রিকেটের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে ‘পিএসএলের ফাইনাল খেলতে বিজয়কে আজই ছাড়পত্র দেয়া হবে। ’

উল্লেখ্য, ২০০৯ সালে পাকিস্তান সফরে যাওয়া শ্রীলঙ্কান টিম বাসে সন্ত্রাসী হামলার পর থেকে দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেটের মেগা কোনো ইভেন্ট আয়োজন করতে পারেনি পিসিবি। বাংলাদেশ নারী দল সফরে গিয়েছিল। এছাড়া, জিম্বাবুয়ে সেখানে ওয়ানডে সিরিজে অংশ নিয়েছিল।

নিরাপত্তাহীনতার মধ্যদিয়ে লাহোরেই আগামী ৫ মার্চ বসতে যাচ্ছে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের দ্বিতীয় আসরের ফাইনাল ম্যাচ।

টুর্নামেন্টটির শুরু থেকেই খেলছেন বাংলাদেশের আরও তিন ক্রিকেটার। সাকিব, তামিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। রিয়াদ খেলেছেন কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে, যারা ইতোমধ্যেই টুর্নামেন্টের ফাইনালে উঠে গেছে। আর সাকিব ও তামিম খেলেছেন পেশোয়ার জালমির হয়ে।

জানুয়ারিতে হায়দ্রাবাদে সিরিজের একমাত্র টেস্ট শেষ করেই এই তিন টাইগার ক্রিকেটার যোগ দেন পিএসএলে। গ্রুপপর্বের সবক’টি ম্যাচই অনুষ্ঠিত হয়েছে সংযুক্ত আরব আমিরাতে।

তবে সকিব, তামিম, রিয়াদ গ্রুপ পর্ব থেকে খেললেও শ্রীলঙ্কায় স্বাগতিকদের বিপক্ষে সিরিজ থাকায় এই মুহূর্তে তারা সেখানেই আছেন। এদিকে আগামী ৭-১১ মার্চ গলে শুরু হবে স্বাগতিক লঙ্কানদের বিপক্ষে সফরকারী বাংলাদেশের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। জাতীয় দলের বাইরে থাকায় তাই শেষ পর্যন্ত পিএসএলের ফাইনাল খেলতে বিজয়ের লাহোর যাওয়া হবে কি না সেই বিষয়টি দেখতে অপেক্ষা করতেই হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ২ মার্চ ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।