ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দুই উইকেট নিয়ে তাসকিনের বিধ্বংসী শুরু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৯ ঘণ্টা, মার্চ ৩, ২০১৭
দুই উইকেট নিয়ে তাসকিনের বিধ্বংসী শুরু তাসকিন আহমেদ-ছবি:সংগৃহীত

শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচ টেস্টের আগে দু’দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে লড়ছে বাংলাদেশ। আর দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামা প্রতিপক্ষ শ্রীলঙ্কা ক্রিকেট প্রেসিডেন্ট একাদশের দুটি উইকেট এক ওভারেই তুলে নেন ফাস্ট বোলার তাসকিন আহমেদ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত দিনেশ চান্দিমালের নেতৃত্বে প্রেসিডেন্ট একাদশ ২ উইকেট হারিয়ে ২০ রান করেছে। আগের দিনে সাত উইকেট হারিয়ে ৩৯১ রান করা বাংলাদেশ এদিন আর ব্যাটিংয়ে নামেনি।

টাইগারদের হয়ে সেঞ্চুরি করেন তামিম ইকবাল। আর হাফসেঞ্চুরির দেখা পান মুমিনুল হক ও লিটন দাশ।

দলীয় চতুর্থ ওভারেই সাফল্য পায় বাংলাদেশ। ওপেনার অভিষেক ফার্নান্দো ওভারের দ্বিতীয় বলে সরাসরি বোল্ড করে মাঠ ছাড়া করান তাসকিন। একই ওভারে নিজের বিধ্বংসী বোলিং বজায় রাখেন ডানহাতি এ বোলার। ফলে পঞ্চম বলে আবারও উদযাপন করেন। এবার ইরোশ সামারাসুরিয়াকে মুশফিকুর রহিমের ক্যাচে পরিণত করান।

টাইগারদের হয়ে বোলিংয়ে এদিন শুরু করেন দেশ সেরা পেসার মোস্তাফিজুর রহমান। আর প্রথম স্পেলে তার সঙ্গী হন তাসকিন।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, ০৩ মার্চ, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।