ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৬ ঘণ্টা, মার্চ ৭, ২০১৭
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ/ছবি: সংগৃহীত

চার বছর আগে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে ড্রয়ের কীর্তি গড়েছিল বাংলাদেশ দল। একই গ্রাউন্ডে টাইগারদের সামনে সেই সুখস্মৃতি পুনরাবৃত্তির চ্যালেঞ্জ! মঙ্গলবার (৭ মার্চ) দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস হেরে ফিল্ডিংয়ে নামছে মুশফিকুর রহিমের দল।

বাংলাদেশের এটি ৯৯তম টেস্ট। কলম্বোর পি সারা ওভালে শততম টেস্টের (১৫ মার্চ) মাইলফলক স্পর্শ করবে তারা।

এ সিরিজে শুধুমাত্র বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খেলবেন অধিনায়ক মুশফিক। নিজের ইচ্ছাতেই উইকেটকিপিং করছেন না ‘মি. ডিপেন্ডেবল’। তার মানে, টেস্ট স্কোয়াডের আরেক বিশেষজ্ঞ উইকেটরক্ষক লিটন দাস এ ভূমিকায় আসছেন। এদিকে, ২০১৫ সালের জুলাই-আগস্টের পর প্রথম টেস্ট খেলার অপেক্ষায় ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান।  

নিজেদের ক্রিকেট ইতিহাসে গলে একটি টেস্টই খেলেছে টিম বাংলাদেশ। কখনো ওয়ানডে বা টি-২০ ম্যাচ খেলার সুযোগ হয়নি। ২০১৩ সালের মার্চে অনুষ্ঠিত আট সেঞ্চুরির সেই স্মরণীয় ম্যাচটি দাপটের সঙ্গেই ড্র করে মাঠ ছেড়েছিল টাইগাররা।

প্রথম ইনিংসে স্বাগতিকদের ৫৭০ রানের জবাবে স্কোরবোর্ডে ৬৩৮ রান তোলে সফরকারীরা। টেস্ট ক্যারিয়ারে প্রথম ডাবল সেঞ্চুরি উদযাপন করেন অধিনায়ক মুশফিকুর রহিম। ১৯০ রানের অসাধারণ ইনিংস উপহার দেন মোহাম্মদ আশরাফুল। মুশফিক-আশরাফুলের পর সেঞ্চুরি হাঁকান নাসির হোসেন।

তাইতো বলাই যায়, গলে অপরাজেয় বাংলাদেশ। সময়ের সঙ্গে যারা এখন আরো বেশি পরিণত। ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়, ভারতে গিয়ে একমাত্র টেস্টে লড়াকু পারফরম্যান্স প্রদর্শন সব মিলিয়ে শ্রীলঙ্কা সফরেও গল টেস্ট দিয়ে দুর্দান্ত শুরুর প্রত্যাশা বাংলাদেশের অগণিত ক্রিকেটপ্রেমীদের।

পরিসংখ্যানে বাংলাদেশের চেয়ে যোজন যোজন এগিয়ে শ্রীলঙ্কা। সাদা পোশাকে এখন পর্যন্ত ১৬ বারের দেখায় ১৪ ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে লঙ্কানরা। কিন্তু, সবশেষ দু’টি সিরিজ ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। চার ম্যাচের মধ্যে দু’টি ড্রতে নিষ্পত্তি হয়। ২০১৪ সালে চিটাগংয়ে অনুষ্ঠিত দু’দলের সবশেষ ম্যাচটিতে জয় পায়নি কেউই।

ঘরের মাটিতে সবশেষ পাঁচ ম্যাচেই জয় তুলে নেয় শ্রীলঙ্কা। ওয়েস্ট ইন্ডিজের পর হোয়াইটওয়াশের লজ্জায় ডোবে অস্ট্রেলিয়া (তিন ম্যাচ)। সে যাই হোক, সব মিলিয়ে নিজেদের শেষ পাঁচ টেস্টের মধ্যে তিনটিতেই হেরে যায় লঙ্কানরা। জয় দু’টিতে। অন্যদিকে, বাংলাদেশ চারটি হারের বিপরীতে এক ম্যাচে জয় পায়।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল, সৌম্য সরকার, মমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম / শুভাশিস রায়, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

শ্রীলঙ্কা একাদশ (সম্ভাব্য): দিমুথ করুনারাত্নে, উপুল থারাঙ্গা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, অসিলা গুনারত্ন, নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), ধনাঞ্জয়া ডি সিলভা, দিলরুয়ান পেরেরা, রঙ্গনা হেরাথ (অধিনায়ক), সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ৭ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।