ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নারীদের প্রথম দিবারাত্রির টেস্টে ইংলিশ-অজিরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৬ ঘণ্টা, মার্চ ৭, ২০১৭
নারীদের প্রথম দিবারাত্রির টেস্টে ইংলিশ-অজিরা ছবি:সংগৃহীত

নারী ক্রিকেট আরও একটি নতুন দিগন্তের মুখ দেখতে যাচ্ছে। ইতিহাসে প্রথমবারের মতো দিবারাত্রির টেস্ট খেলবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড নারী দল। ২০১৭ সালের অ্যাশেজে একমাত্র সাদা পোশাকের ম্যাচটিই হবে গোলাপি বলে।

২২ অক্টোবর ব্রিসবেনে পূর্ণাঙ্গ সিরিজটি তিন ম্যাচ ওয়ানডের প্রথমটি দিয়ে শুরু হবে। পরের দুটি ম্যাচ ২৬ ও ২৯ অক্টোবর নিউ সাউথ ওয়েলসের মাঠ কোফস হারবোরে অনুষ্ঠিত হবে।

৯ নভেম্বর হবে একমাত্র টেস্টটি। নর্থ সিডনি ওভালে ম্যাচটি অনুষ্ঠিত হবে। একই মাসের ১৭, ১৯ ও ২১ তারিখ দু’দল তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলবে।

এর আগে ২০১৫ সালে ইতিহাসে সর্বপ্রথম দিবা-রাত্রির ম্যাচ হয়েছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের। আর ২০১৭-১৮ মৌসুমে পুরুষদের অ্যাশেজ সিরিজেও প্রথমবারের মতো রাখা হয়েছে একটি দিবা-রাত্রির টেস্ট।

বাংলদেশ সমম: ১৫০৫ ঘণ্টা, ০৭ মার্চ, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।