ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

ক্রিকেট

ড্রয়ের দিকে যাচ্ছে ডুনেডিন টেস্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০০, মার্চ ১১, ২০১৭
ড্রয়ের দিকে যাচ্ছে ডুনেডিন টেস্ট ছবি:সংগৃহীত

নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ডুনেডিন টেস্টটি ড্রয়ের দিকেই যাচ্ছে। কারণ চতুর্থ দিন শেষে প্রোটিয়ারা নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ২২৪ রান করেছে। যেখানে লিড দাঁড়িয়েছে ১৯১ রান।

৩৮ রানে এক উইকেট হারানো দ. আফ্রিকা চতুর্থ দিন শুরু করে আরও ১৮৬ রান যোগ করে। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান ডিন এলগারের ব্যাট থেকে আসে এখন পর্যন্ত সর্বোচ্চ ৮৯ রান।

আর ৫৬ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন অধিনায়ক ফাফ ডু প্লেসিস। ভারনন ফিল্যান্ডার এক রানে মাঠ ছেড়েছেন।

কিউই বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন নিল ওয়াগনার ও জিতেন প্যাটেল। একটি করে উইকেট দখল করেন ট্রেন্ট বোল্ট ও মিচেল স্যান্টনার।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে এলগারের সেঞ্চুরিতে প্রোটিয়ারা ৩০৮ রান করেছিল। জবাবে অধিনায়ক কেন উইলিয়ামসনের সেঞ্চুরিতে ৩৪১ রান করে ৩৩ রানের লিড পেয়েছিল কিউইরা।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ১১ মার্চ, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।