ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

ক্রিকেট

শততম টেস্টে মুশফিকের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৮, মার্চ ১৮, ২০১৭
শততম টেস্টে মুশফিকের সেঞ্চুরি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

দারুণ এক মাইলফলকে পৌঁছেছেন টাইগারদের টেস্ট দলপতি মুশফিকুর রহিম। বাংলাদেশের শততম টেস্টে ডিসমিসালের সেঞ্চুরি করেছেন তিনি। টাইগারদের প্রথম উইকেটরক্ষক হিসেবে টেস্টে এমন কীর্তি গড়েন তিনি।

বাংলাদেশের হয়ে ওয়ানডেতে ১৭১ ও টি-টোয়েন্টিতে ৪৫টি ডিসমিসাল নিয়ে শীর্ষে মুশফিক। এবার টেস্টেও শীর্ষে উঠলেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে উইকেটের পেছনে দায়িত্ব পালন করেননি মুশফিক। তার জায়গায় গ্লাভস হাতে ছিলেন লিটন দাস। ৯৯তম টেস্ট খেলার পর অনুশীলনে চোট পান লিটন।

ফলে, কলম্বো টেস্টে আবার উইকেটের পেছনে দাঁড়াতে হয় মুশফিককে। নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে করেছেন হাফসেঞ্চুরি।  

৯৭ ডিসমিসাল নিয়ে গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়িয়ে ইনিংসের শুরুতে স্ট্যাম্পড করেন কুসল মেন্ডিসকে। এরপর ফিরিয়েছেন দিনেশ চান্দিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা ও ডিকওয়েলাকে। বাংলাদেশের শততম টেস্টে উইকেটরক্ষক হিসেবে ডিসমিসালের শতক পেরিয়ে যান তিনি।

উইকেটরক্ষক হিসেবে টেস্টে মুশফিকের পরে রয়েছেন খালেদ মাসুদ পাইলট। তার ডিসমিসাল ৮৭টি। ডিসমিসালের হিসেবে টাইগারদের হয়ে অন্য কেউ দুই অঙ্কের ঘরে যায়নি।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ১৮ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।