ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এক বছর নিষিদ্ধ পাক পেসার ইরফান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
এক বছর নিষিদ্ধ পাক পেসার ইরফান মোহাম্মদ ইরফান-ছবি:সংগৃহীত

সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ ইরফান। পিএসএল চলাকালীন ম্যাচ ফিক্সিংয়ে অভিযুক্ত হন তিনি। তবে আগামী ছয় মাসের মধ্যে খেলায় ফিরতে পারবেন তিনি, কিন্তু এই ক্ষেত্রে তাকে পিসিবির তদন্তে সাহায্য করতে হবে।

পাশাপাশি বোর্ডের অধীনে কোনো ধরনের অ্যান্টি করাপশন কোড ভাঙতে পারবেন না ইরফান। নিষেধাজ্ঞার সঙ্গে দীর্ঘকায় এ বোলারকে পাকিস্তানি এক লক্ষ রুপি জরিমানা করা হয়েছে।

গত ১৪ মার্চ থেকে আপাতত নিষিদ্ধ রাখার সময় থেকে ইরফানের নিষেধাজ্ঞা শুরু হবে।

ইরফানের সঙ্গে পিএসএলের একই ম্যাচে শাহজিব হাসান ও জুলফিকার বাবরও প্রশ্নের মুখে পড়েছিলেন। তবে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো তারা খেলেছেন। চলতি মাসের শুরুতে ইরফানকে আপাতত নিষিদ্ধ করা হয়েছিল। এ ব্যাপারে ইরফান বলেন, ‘আমার ভুল হয়েছে যে, পিসিবির অ্যান্টি করাপশনকে আমি রিপোর্ট করিনি। আমি আমার ভুলকে রিপোর্ট করিনি। আমার ভুলের জন্য আমি পুরো জাতীর কাছে ক্ষমা চাচ্ছি। ’

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ২৯ মার্চ, ২০১৭ এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।