ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রনকির পর প্যাটেলের অবসর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৮ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
রনকির পর প্যাটেলের অবসর ছবি: সংগৃহীত

লুক রনকির পর আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে অবসর নিলেন নিউজিল্যান্ডের অফস্পিনার জীতান প্যাটেল। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও সতীর্থ রনকির সঙ্গে ওয়েলিংটনের হয়ে ঘরোয়া ক্রিকেটটা চালিয়ে যাবেন ৩৭ বছর বয়সী প্যাটেল।

নিউজিল্যান্ডের হয়ে ২৪টি টেস্ট, ৪৩টি ওয়ানডে ও ১১টি টি-টোয়েন্টি খেলেছেন প্যাটেল।

২০০৫ সালের ৩১ আগস্ট, হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় অফ স্পিনার প্যাটেলের।

তার প্রায় দুই মাস পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয়। এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই টেস্ট অভিষেক হয়েছিল ২০০৬ সালের ২৭ এপ্রিল।

২৪ টেস্টে ৬৫ উইকেট নিয়েছেন তিনি। ৪৩ ওয়ানডেতে তার উইকেট সংখ্যা ৪৯টি। আর ১১ টি-টোয়েন্টি ম্যাচ খেলে নিয়েছেন ১৬টি উইকেট।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, ২৩ জুন ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।