ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কোহলিই বস, ধোনি থাকলে কোচের দরকার নেই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
কোহলিই বস, ধোনি থাকলে কোচের দরকার নেই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

কোহলি-কুম্বলে বিতর্ক যেন থামছেই না। ভারতের সাবেক অফস্পিনার এরাপল্লি প্রসন্নর মতে, ভারতীয় দলে কোনো কোচের দরকার নেই, কোহলিই দলের বস। আর কোহলির শৈশবের কোচ রাজকুমার শর্মার মতে, দলে ধোনি থাকলে ভারতের কোচের দরকার হবে না।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে কোনো কোচ ছাড়াই খেলছে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচটি ইতোমধ্যেই শেষ হয়ে গেছে।

কোচের ইস্যুতে কোহলির সমালোচনা করে প্রসন্ন জানিয়েছিলেন, ‘কোহলি যদি নিজেকে ‘বস’ ভাবে তাহলে দলের কোচের কোনো দরকার নেই। ক্যাপ্টেনই যদি দলের বস হয়, তাহলে কোচের কি দরকার? ব্যাটিং ও ফিল্ডিং কোচেরও কোনো ভূমিকা রয়েছে বলে আমি মনে করি না। একজন ফিজিক্যাল ট্রেনার থাকলেই যথেষ্ট। বাকিটা কোহলিই সামলে নেবে। ’

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)প্রধান কোচ কুম্বলের পদত্যাগের পর ক্যারিবিয়ান সফরে টিম ইন্ডিয়ার দেখভাল করছেন সঞ্জয় বাঙ্গার। ফিল্ডিং কোচ হিসেবে রয়েছেন আর শ্রীধর। প্রসন্নর মতে, কুম্বলেকেই যদি কোহলি না মানেন, তাহলে বাঙ্গার-শ্রীধরের যেকোনো নির্দেশই তার কাছে মূল্যহীন।

এদিকে, কোহলির কোচ রাজকুমার শর্মা জানিয়েছেন, ‘কুম্বলের না থাকা দলে কোনো প্রভাব ফেলবে না। তাকে ছাড়াই দল মাঠে নেমেছে। দলে বেশ কিছু তরুণ ক্রিকেটার আছে, যাদের জন্য কোচের দিক-নির্দেশনার দরকার হয়। এর আগেও আমরা কোচ ছাড়াই খেলেছি। শুধু একজন টিম ডিরেক্টর ক্রিকেটারদের দেখভাল করতেন। ’

রাজকুমার শর্মা আরও জানান, ‘দলে এখন অনেক সিনিয়র ক্রিকেটার আছে। তারা নিজেদের অভিজ্ঞতা দিয়ে তরুণদের সামলাতে পারছে। তাদের মধ্যে অন্যতম ধোনি। সে অন্যদের সঠিক পথে রাখতে নির্দেশনা দিতে সক্ষম। আর কোহলি তো আছেই। ’

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, ২৪ জুন ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।