ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মালিঙ্গার বিরুদ্ধে শাস্তিমূলক অনুসন্ধানে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, জুন ২৭, ২০১৭
মালিঙ্গার বিরুদ্ধে শাস্তিমূলক অনুসন্ধানে শ্রীলঙ্কা মালিঙ্গার বিরুদ্ধে শাস্তিমূলক অনুসন্ধানে শ্রীলঙ্কা

ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গার বিরুদ্ধে শাস্তিমূলক অনুসন্ধানে নামছে শ্রীলঙ্কা ক্রিকেট। তার চুক্তিতে বার বার নিয়ম লঙ্ঘন হচ্ছে। আর অনুসন্ধানটি করার বড় কারণ হচ্ছে, দেশটির ক্রীড়া মন্ত্রী দায়শ্রীরি জয়সেকেরার বিরুদ্ধে মালিঙ্গা মন্তব্য করায়।

এ ব্যাপারে এক বিবৃতিতে বলা হয়, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে সে ফেরার পর দু’বার চুক্তি নিয়ে বিতর্ক সৃস্টি করেছে। তার ব্যাপারে শুনানির জন্য তিন সদস্যের একটি প্যানেল গঠন করা হয়েছে।

এই শুনানিটি পরে নির্বাহী কমিটির কাছে হস্থান্তর করা হবে। ’

এদিকে লঙ্কান ক্রিকেট বোর্ড জরুরী একটি সভাও ডেকেছে। যেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। এই সভায় দুটি বড় বিষয় উঠে আসবে। একটি মালিঙ্গা ও অন্যটি কেনো প্রধান কোচ গ্রাহাম ফোর্ড ইস্তফা নিলেন।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্ট, ২৭ জুন, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।