ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

ক্রিকেট

পুরস্কারের অর্থের ট্যাক্স দিতে হবে না পাকিস্তানকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৯, জুন ২৭, ২০১৭
পুরস্কারের অর্থের ট্যাক্স দিতে হবে না পাকিস্তানকে পুরস্কারের অর্থের ট্যাক্স দিতে হবে না পাকিস্তানকে-ছবি:সংগৃহীত

সবাইকে অবাক করে দিয়ে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জেতে পাকিস্তান। কিন্তু আসরটি ছিলো পাকিস্তানের জন্য সাম্প্রতিককালের সবচেয়ে কঠিন লড়াই। যেখানে টুর্নামেন্ট শুরুর আগে খুব কম মানুষই ছিলেন পাকিস্তানের পক্ষে বাজি ধরার।

আর দেশকে এমন আনন্দে ভাসিয়ে পুরস্কারের পর পুরষ্কার পাচ্ছেন পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটাররা। সরকার এবং বিশিষ্টজনেরা ক্রিকেটারদের নগদ অর্থ পুরষ্কার প্রদান করছেন।

তবে সবচেয়ে অভিনব পুরস্কারটি সরফরাজ-আমিররা পেতে যাচ্ছেন এবার। চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে অর্জিত অর্থের উপর কোনো ট্যাক্স দিতে হবে না তাদের!

সম্প্রতি পাকিস্তান সরকারের একটি সূত্র এ ব্যাপারে নিশ্চিত করলে এ নিয়ে এক্সপ্রেস নিউজ-এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ায় ২২ লক্ষ ডলার প্রাইজমানি পেয়েছে পাকিস্তান। ব্যক্তিগত পুরস্কারের হিসেব করলে সংখ্যাটা আরও বাড়বে। প্রচলিত নিয়ম অনুযায়ী ক্রীড়া থেকে প্রাপ্ত অর্থের উপর কর দিতে হয় ক্রিকেটারদের। তবে এবার সেই ঝামেলা থেকে মুক্তি পেলেন পাকিস্তানি ক্রিকেটাররা।

উল্লেখ্য, এই কর-মুক্তির আওতায় থাকবেন টুর্নামেন্টে যেকোনোভাবে অংশ নেওয়া পাকিস্তানের প্রত্যেক ক্রিকেটারই।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, ২৭ জুন, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।