ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আইপিএলের টাইটেল স্বত্ত্ব ২১৯৯ কোটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, জুন ২৮, ২০১৭
আইপিএলের টাইটেল স্বত্ত্ব ২১৯৯ কোটি ছবি:সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সঙ্গে পাঁচ বছরের চুক্তি করলো স্পনসর ভিভো। গত বছরই এই মোবাইল সংস্থা আইপিএলের স্পনসর হিসেবে উঠে এসেছিল। চীনা এই মোবাইল সংস্থা ২০১৬-১৭’র আইপিএল সাফল্যের সঙ্গে পেরিয়ে যাওয়ার পর এ বার ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত চুক্তি করলো।

এবারের চুক্তির মূল্য ২১৯৯ কোটি ভারতীয় রুপি। যা আগের মূল্যের থেকে ৫৫৪% বেশি।

এর আগে ২০১৫তে প্রথম টাইটেল স্পনসর হিসেবে যোগ দিয়েছিল এই সংস্থা। দু’বছরের চুক্তি এই বছর শেষ হয়ে যাওয়ার পর নতুন করে টাইটেল স্পনসরের জন্য আবেদন জানায় বিসিসিআই।

মুম্বইয়ে ভারতীয় বোর্ড কর্মকর্তাদের সামনে দরপত্র খোলা হয়। যেখানে ছিলেন আইপিএলের চেয়ারম্যান রাজীব শুক্লা এবং বোর্ডের সচিব অমিতাভ চৌধুরী। এই বিশাল অঙ্কের স্পনসরশিপ যথেষ্ট আলোড়ন ফেলেছে। বোর্ড কর্তারা বলছেন, এর পিছনে রয়েছে আইপিএলের ধারাবাহিক সাফল্য।  

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ২৮ জুন, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।