ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

ক্রিকেট

চাকরি হারালেন অজি ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫৭, জুলাই ১, ২০১৭
চাকরি হারালেন অজি ক্রিকেটাররা ছবি:সংগৃহীত

আজ (১লা জুলাই) থেকে বেকার হয়ে পড়লেন অস্ট্রেলিয়া জাতীয় দলের ক্রিকেটাররা। স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নাররা ক্রিকেট বোর্ডের বেঁধে দেওয়া সময়সীমায় চুক্তি নবায়ন না করায় নিয়ম অনুযায়ী এখন থেকে কর্মহীন তারা।

বিশ্বচ্যাম্পিয়ন দলটির এমন দশায় শঙ্কা দেখা দিয়েছে আসন্ন বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুই ম্যাচের টেস্ট সিরিজ নিয়ে। সিরিজটি খেলতে আগামী আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা অজিদের।

বেতন-ভাতা নিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের দ্বন্দ্ব চলছিল বেশ কয়েকদিন ধরেই। ব্যর্থতার গ্লানি নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করে সেই দ্বন্দ্ব সীমা স্পর্শ করে। খেলোয়াড় ও কর্মকর্তাদের বিপরীতমুখী অবস্থানে দেখা দেয় টানাপড়েন। দেশটির ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) সময় বেঁধে দেয় সমঝোতার।

একইসাথে বলা হয়, জুনের মধ্যে চুক্তি নবায়ন না করলে আর চুক্তিভিত্তিক বেতন-ভাতা পাবেন না স্মিথ-ওয়ার্নাররা। অর্থাৎ কার্যত বেকার দিনযাপন করতে হবে তাদেরকে। সিএ এও সাফ জানিয়ে দেয়, বোর্ডের অনুমতি ছাড়া কোনো ঘরোয়া টুর্নামেন্টেও খেলতে পারবেন না কোনো অস্ট্রেলীয় ক্রিকেটার।

পাল্টা জবাবে বাংলাদেশ সফর ও অ্যাশেজ বর্জনের হুমকি দেওয়া অস্ট্রেলীয় ক্রিকেটাররা এখনও তাদের সিদ্ধান্তে অনড়। এমন অবস্থায় বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার মূল দল আসে কি না, সেটিই এখন দুশ্চিন্তার বিষয়।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, ০১ জুলাই, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।