ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

ক্রিকেট

খুলনার নতুন অস্ত্র কাইল অ্যাবোট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৩৮, জুলাই ৩, ২০১৭
খুলনার নতুন অস্ত্র কাইল অ্যাবোট ছবি: সংগৃহীত

শুরু হয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল গোছানোর কাজ। সব দলই বিদেশি তারকাদের দিকে মনোযোগ দিচ্ছে। সবশেষ খবরে জানা যায়, দক্ষিণ আফ্রিকার পেসার কাইল অ্যাবোটকে দলে টেনেছে খুলনা টাইটান্স।

বিপিএল শুরু হতে এখনো প্রায় ৫ মাস বাকি। বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের দলকে শক্তিশালী করতে দেশি ক্রিকেটারদের টার্গেটে রেখে বিদেশি ক্রিকেটারদের নিয়ে ব্যস্ত।

এর আগে জুনায়েদ খান, শাদাব খান, সরফরাজ আহমেদ, ক্রিস লিন, রিলে রুশো, সেকুগে প্রসন্নকে দলে নিয়েছে খুলনা। দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়াবর্ধনে।

কাইল অ্যাবোটের ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছে খুলনা টাইটান্স। তাকে দলে নেওয়ার বিষয়ে খুলনা টাইটান্স জানিয়েছে, সুইং ও ইয়র্কার দিয়ে ডেথ ওভারে কার্যকরী বোলিং করার দারুণ ক্ষমতা রয়েছে অ্যাবোটের। ব্যাটসম্যান হিসেবে লোয়ার অর্ডারে বলকে সীমানা ছাড়া করতে সে পারদর্শী। খুলনা টাইটান্স আনন্দের সঙ্গে ঘোষণা দিচ্ছে যে, দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার কাইল অ্যাবোট বিপিএলের আসন্ন আসরে (২০১৭) দলে যোগ দেবেন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অ্যাবোট চেন্নাই সুপার কিংস ও কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে খেলেছেন।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, ০৩ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।