ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাশরাফির মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেবে বিসিবি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩০ ঘণ্টা, জুলাই ৫, ২০১৭
মাশরাফির মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেবে বিসিবি মাশরাফি বিন মর্তুজা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ক’দিন আগে ২০১৯ বিশ্বকাপ সামনে রেখে নতুন ওয়ানডে অধিনায়ক করার পরিকল্পনার কথা জানিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। সে যাই হোক, এক্ষেত্রে মাশরাফি বিন মর্তুজার মতামতকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান।

পাপনের বক্তব্যে ৩৩ বছর বয়সী মাশরাফির অধিনায়কত্ব নিয়ে তৈরি হয় উদ্বেগ। তবে কি মাশরাফি আর থাকছেন না? এর আগে গত এপ্রিলে শ্রীলঙ্কা সফরকালে অনেকটা হঠাৎ করেই টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে বসেন ‘নড়াইল এক্সপ্রেস’।

তখন বলেছিলেন কোনো চাপ তৈরি না হলে ওয়ানডে চালিয়ে যেতে চান। ক্রিকেটটা এখনো উপভোগ করছেন বলেও প্রকাশ করেন।

মাশরাফির নেতৃত্বে নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো আইসিসি টুর্নামেন্টে সেমিফাইনাল (চ্যাম্পিয়নস ট্রফি) খেলার গৌরব অর্জন করে বাংলাদেশ। তার অধিনায়কত্বেই দল হিসেবে ক্রিকেট বিশ্বের নতুন পরাশক্তি হিসেবে গড়ে ওঠে টাইগাররা।

এখন অধিনায়ক মাশরাফির বিকল্প খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)! এ নিয়ে সাবেক অধিনায়ক আকরাম খানের কথায় এখানে নেতিবাচক কিছু নেই। বিশ্বের প্রতিটি বোর্ডই বড় টুর্নামেন্ট সামনে রেখে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেয়। আকরাম আরও দাবি করেন, সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, শচীন টেন্ডুলকার ও রিকি পন্টিংয়ের মতো ক্রিকেটাররাও বাস্তবতার সম্মুখীন হয়েছেন।

আকরাম জোর দিয়েই বলছেন, মাশরাফির অধিনায়কত্বের ভবিষ্যৎ নিয়ে তার মতামতকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে, ‘বোর্ড যে সিদ্ধান্তই নেবে মাশরাফির মতামতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। সে আমাদের সাম্প্রতিক সাফল্যে নেপথ্য কারিগর। কিন্তু যেকোনো খেলোয়াড়ের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার অধিকার রাখে বোর্ড। ’

‘এখানে নেতিবাচক কিছু নেই। আমরা ২০১৯ বিশ্বকাপকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এবং একটি ভালো টিম হিসেবে সেরা ফলাফল চাই। মাশরাফির উপস্থিতি, তার চিন্তা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আমি নিজে দলের প্র্যাকটিস সেশন (১০ জুলাই থেকে) শুরুর পর তার সঙ্গে কথা বলবো। মিটিংয়ের আগে বোর্ড প্রেসিডেন্টও তার সঙ্গে কথা বলবে বলে আমি জানি। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। ’-যোগ করেন আকরাম।

শেষ পর্যন্ত নতুন কাউকে অধিনায়ক করা হবে কিনা সেটিই এখন দেখার বিষয়! টি-টোয়েন্টির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন ওঠায় সংক্ষিপ্ত ফরমেটকে বিদায় বলে দিয়েছেন। এখন যদি ২০১৯ বিশ্বকাপের জন্য নতুন কাউকে অধিনায়ক করার সিদ্ধান্ত নেওয়া হয় ওডিআই ক্রিকেট নিয়েও নতুন করে ভাবতে পারেন মাশরাফি...

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ৫ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।