ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

ক্রিকেট

প্রীতি ক্রিকেট ম্যাচের উদ্বোধন করলেন মুশফিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৯, জুলাই ৬, ২০১৭
প্রীতি ক্রিকেট ম্যাচের উদ্বোধন করলেন মুশফিক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: শারীরিক প্রতিবন্ধদের প্রীতি ক্রিকেট ম্যাচের উদ্বোধন করেছেন বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম।

বৃহস্পতিবার (০৬ জুলাই) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কাউতলি এলাকার নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে আনুষ্ঠানিক প্রীতি ক্রিকেট ম্যাচের উদ্বোধন করেন তিনি।

এ সময় মুশফিক বলেন, ‘প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়।

তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তারাও দেশের জন্য সম্মান বয়ে আনবে। ’

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমজেলা ক্রীড়া সংস্থা ও শারীরিক প্রতিবন্ধীদের সংগঠন ড্রীম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ফাহিমা খাতুন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাহাবুবুল চৌধুরী মন্টু, ড্রীম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা মুন্না আজিজ প্রমুখ। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমএর আগে দুপুরে উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে ব্রাহ্মণবাড়িয়া শারীরিক প্রতিবন্ধী দল এবং গাজীপুর গ্লোরিয়াস শারীরিক প্রতিবন্ধী দল। ম্যাচে গাজীপুর গ্লোরিয়াস প্রতিবন্ধী দলকে ১৩ রানে পরাজিত করে ব্রাহ্মণবাড়িয়া প্রতিবন্ধী দল। পরে অতিথিরা বিজয়ী দলের হাতে শিরোপা তুলে দেন।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, ০৬ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।