ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

ক্রিকেট

নতুন দলের অধিনায়ক হাফিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৪, জুলাই ৭, ২০১৭
নতুন দলের অধিনায়ক হাফিজ ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) তৃতীয় আসরে দল বাড়ছে। আসরের ষষ্ঠ দল হিসেবে নাম লেখাবে মুলতান সুলতানস। আর এই দলের নেতৃত্ব পেতে যাচ্ছেন পাকিস্তানের সিনিয়র তারকা মোহাম্মদ হাফিজ।

নতুন দল মুলতান সুলতানসে অধিনায়কের ভূমিকায় দেখা যেতে পারে এ অলরাউন্ডারকে। এর আগে জাতীয় দলের টি-টোয়েন্টি ফরমেটে দলপতির দায়িত্ব পালন করেছিলেন হাফিজ।

হাফিজ দলপতি হলে মুলতান সুলতানসে তার ডেপুটি হিসেবে থাকতে পারেন শ্রীলঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে। তাছাড়া, অস্ট্রেলিয়ান সাবেক দলপতি মাইকেল ক্লার্কের এই দলের কোচের ভূমিকায় দেখা যেতে পারে।

পিএসএলের গত আসরে পেশোয়ার জালমির হয়ে খেলেছেন হাফিজ। মুলতান সুলতানসের অধিনায়ক হিসেবে শোয়েব মালিকের নাম আসলেও পরে নতুন দলটি থেকে এই খবরকে ভুয়ো বলে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ০৭ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।