ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

ক্রিকেট

পুরো টাকাই দিয়ে দিলেন ‘ইউনিক খান’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৮, জুলাই ৮, ২০১৭
পুরো টাকাই দিয়ে দিলেন ‘ইউনিক খান’ ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়া পাকিস্তানের সাবেক অধিনায়ক ইউনিস খানকে নিয়ে দেশটির আরেক সাবেক তারকা পেসার শোয়েব আখতারের মন্তব্য ছিল, ‘ইউনিসের নাম হওয়া উচিৎ ইউনিক খান’। 'ইউনিক' মানে 'অদ্বিতীয়'-পাকিস্তান ক্রিকেটে ইউনিস তো অদ্বিতীয়ই।

পাকিস্তানের হয়ে ইউনিসের নিঃস্বার্থ প্রতিনিধিত্ব, সততা অদ্বিতীয়। সেটি আরেকবার প্রমাণ করলেন ইউনিস।

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের তহবিল থেকে দেশের ক্রিকেটারদের অনন্য সাফল্যে অর্থ পুরস্কার দেওয়া হয়। সেখানে ইউনিস পান ১০ মিলিয়ন পাকিস্তানি রুপি (১ কোটি রুপি)। পুরো অর্থই ইউনিস দাতব্য প্রতিষ্ঠানে দান করে দিয়েছেন।

অবসর নেওয়ার পরপরই ইউনিস বলেছিলেন, ‘আমার দ্বারা সম্ভব যে কোনো পথে আমি আমার দেশকে সাহায্য করতে চাই। পাকিস্তানের তরুণ ক্রিকেটারদের উন্নতিকল্পে ভবিষ্যতে পিসিবির সঙ্গে কাজ করতে পারলে আমি খুশি হবো। কেবলমাত্র ক্রিকেট নয়, অনেক ক্ষেত্রেই আমি দেশকে সেবা দিতে চাই। ’

ক্যারিয়ারে ১১৮ টেস্ট খেলা এবং প্রথম পাকিস্তানি টেস্ট ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করা ইউনিস জানান, ‘এই অর্থ পুরস্কার দেওয়ার জন্য আমি দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। আমি পুরো অর্থই ইধি ফাউন্ডেশন, ইন্দুস হসপিটাল আর দ্য সিটিজেন ফাউন্ডেশনে দান করেছি। ’

ইউনিস দেশটির সরকারের কাছে অনুরোধ করেছেন, তার পুরস্কার পাওয়া পুরো অর্থের ওপর যেন কোনোরকম ট্যাক্স ধার্য করা না হয়।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, ০৮ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।