ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সিপিএলে দামি খেলোয়াড় সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৩ ঘণ্টা, মার্চ ২, ২০১৮
সিপিএলে দামি খেলোয়াড় সাকিব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসরের নিলামে সবচেয়ে দামি খেলোয়াড় তালিকার কাছাকাছি গেছেন সাকিব আল হাসান। ক্রিস গেইলের সঙ্গে বাংলাদেশ আইকনের ব্যবধান ৩০ হাজার ডলারের।

লন্ডনে অনুষ্ঠিত নিলামে সর্বোচ্চ দাম ১ লাখ ৬০ হাজার ডলার পেয়েছেন ছয়জন। ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, লেন্ডল সিমন্স, ডোয়াইন ব্রাভো, মার্টিন গাপটিল ও সোহেল তানভীর।

আরেকটু বিড হলেই প্রথম কাতারে থাকতে পারতেন সাকিব।

সাকিবকে ১ লাখ ৩০ হাজার ডলারে কিনেছে বার্বাডোজ ট্রাইডেন্টস। ২০১৩ সালে সিপিএলের অভিষেক মৌসুমেও বার্বাডোজের জার্সিতে খেলেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। গত দুই মৌসুমে ছিলেন জ্যামাইকা তালাওয়াসে।

বাংলাদেশের আরেক তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে ৭০ হাজার ডলারে লুফে নিয়েছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস। প্রায় দ্বিগুণ দাম পেয়েছেন সাকিব।

গত বছর জাতীয় দলের হয়ে খেলতে সাকিব দেশে ফিরে আসায় জ্যামাইকার হয়ে সিপিএল অভিষেকের সুযোগ পেয়েছিলেন তখন ন্যাশনাল টিমের বাইরে থাকা মাহমুদউল্লাহা। এবার নিলামেই দল পেয়েছেন।

বার্বাডোজ টিমে সাকিবের সতীর্থ হাশিম আমলা, মার্টিন গাপটিল, ডোয়াইন স্মিথরা। সেন্ট কিটসে ‘ক্যারিবীয় ব্যাটিং দানব’ ক্রিস গেইলকে টিমমেট হিসেবে পাচ্ছেন মাহমুদউল্লাহ। আরও অাছেন এভিন লুইস, কার্লোস ব্রাথওয়েটের মতো টি-টোয়েন্টির হার্ডহিটাররা।

নেপালের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসে নাম লিখিয়ে ইতিহাস গড়া সন্দ্বীপ লামিচাঁনে এবার সিপিএলেও নেপালকে প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করলেন। তাকে ৫ হাজার ডলারে কিনেছে মাহমুদউল্লাহর দল সেন্ট কিটস।

ছয় দলের অংশগ্রহণে আগামী ৮ আগস্ট সিপিএলের ষষ্ঠ আসরের পর্দা উঠবে।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, ২ মার্চ, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।