ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

ক্রিকেট

হাফিজকে বাদ দিয়ে পাকিস্তানের এশিয়া কাপ দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৭, সেপ্টেম্বর ৫, ২০১৮
হাফিজকে বাদ দিয়ে পাকিস্তানের এশিয়া কাপ দল হাফিজকে বাদ দিয়ে পাকিস্তানের এশিয়া কাপ দল-ছবি: সংগৃহীত

মোহাম্মদ হাফিজের আন্তর্জাতিক ক্যারিয়ার শঙ্কার মুখে পড়ে গেল, যেখানে আসন্ন এশিয়া কাপে পাকিস্তান দলে বাদ দেয়া হয়েছে এই অভিজ্ঞ ব্যাটসম্যানকে। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ওডিআই সিরিজে তিনি থাকলেও তাকে কোনো ম্যাচ খেলানো হয়নি।

যদিও পাকিস্তান ক্রিকেটের প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক জানিয়েছেন, হাফিজ এখনও ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ পরিকল্পনায় আছে।

হাফিজ ছাড়া ফিটনেস টেস্টে খারাপ করা ইমাদ ওয়াসিমও বাদ পড়েছেন তবে ব্যাটসম্যান শান মাসুদের দলের আসাটা বিস্ময়ের সৃস্টি করেছে।

১৬ সদস্যের এই দলে পেস শক্তিকে বাড়াতে নেয়া হয়েছে ৬ ফাস্ট বোলারকে। আছেন ফাহিম আশরাফ, হাসান আলী, উসমান খান, মোহাম্মদ আমির, শাহীন আফ্রিদি ও জুনায়েদ খান।

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে এবারের এশিয়া কাপ মাঠে গড়াবে।

পাকিস্তান দল: ফখর জামান, ইমাম-উল-হক, শান মাসুদ, বাবর আজম, সরফরাজ আহমেদ (অধিনায়ক), শোয়েব মালিক, হারিস সোহেল, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাদাব খান, মোহাম্মদ আমির, হাসান আলী, জুনায়েদ খান, উসমান খান ও শাহীন আফ্রিদি।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, ০৫ সেপ্টেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।