এশিয়া কাপের সব দলগুলো আগেই ১৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে একমাত্র বাংলাদেশ ছাড়া। বাংলাদেশ এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে।
এমন প্রশ্নের সামনে পড়তে হয় খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনকেও। এমন পরিস্থিতিতে তিনিই জানিয়েছিলেন, ১৬তম ক্রিকেটার হিসেবে দলে আসতে পারেন মুমিনুল হোক।
অবশেষে বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) এক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, স্কোয়াডে নিশ্চিত হয়েছেন মুমিনুল।
আগামি ১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়েই শুরু হচ্ছে এশিয়া কাপের এবারের আসর।
বাংলাদেশ সময়: ২২৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৮
এমকেএম


