ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দশ হাজারি ক্লাবে মুশফিক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
দশ হাজারি ক্লাবে মুশফিক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ক্রিকেটের তিন ফরম্যাটে ১০ হাজার রানের ক্লাবে প্রবেশ করলেন মুশফিকুর রহিম। অনন্য এই মাইলফকটি ছুঁতে টাইগার মিডল অর্ডার এই ব্যাটসম্যানের প্রয়োজন ছিলো ২৫ রান। যা বুধবার (২৪ অক্টোবর) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সফরকারী জিম্বাবুয়েরর বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তুলে নিলেন।

লাল সবুজের হয়ে সর্বোচ্চ সংগ্রাহকের তালিকার শীর্ষে ওপেনার তামিম ইকবাল। তার মোট সংগ্রহ ১১৮৮৪ রান।

আর ১০৫৪২ রান নিয়ে দ্বিতীয়স্থান দখলে রেখেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

তবে চার নাম্বারে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ মুশফিকের অনেক পেছনে। ২৭৬ টি ম্যাচে ২৮৩টি ইনিংস খেলে তার মোট সংগ্রহ ৬৮৬২।

তার চাইতে ২০৭ রান পেছনে থেকে অর্থাৎ ৬৬৫৫ রান নিয়ে পাঁচ এ মোহাম্মদ আশরাফুল।

এর আগে এই ম্যাচে টসে জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৪৪ রান করে সফরকারীরা। জয়ের লক্ষ্যে এই মুহূর্তে ব্যাটিং করছে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, ২৪ অক্টোবর, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।