বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে বইছে নির্বাচনী হাওয়া। এই নির্বাচনে ঢাকার ক্লাবগুলোর হট কেক ছিলেন মাহবুব আনাম।
ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স এসোশিয়েশনসের পক্ষ থেকে মিরপুর স্টেডিয়ামে আজ ২৪ আগস্ট রোববার এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বেশকিছু সংগঠক উপস্থিত ছিলেন। তার মধ্যে পাপ্পু ও রফিকুল ইসলাম বাবু গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন।
বেশ কয়েকদিন ধরে বিসিবিতে গুঞ্জন শোনা যাচ্ছে, নির্বাচন হচ্ছে না। তার বদলে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে অ্যাডহক কমিটি গঠিত হবে। সেই কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব পর্যন্ত কাজ চালিয়ে যাবে। জাতীয় নির্বাচনের পর বিসিবি নির্বাচন হবে।
এ ব্যাপারে রফিকুল ইসলাম বাবু বলেন, ‘কোন পরিস্থিতিতে অ্যাডহক কমিটি হবে সেটা কিন্তু রুলসে লেখা আছে। এ ধরনের কোন অপশন আছে বলে আমার জানা নাই। অ্যাডহক কমিটি করার জন্য নির্দিষ্ট পরিবেশ লাগে। আমি আপনাদের কাছে প্রশ্ন ছুঁড়ে দিতে চাই, এখন কি ওই পরিবেশ আছে? আমরা চাই নির্বাচন। যারা অ্যাডহক কমিটি করার ষড়যন্ত্র করছে, তারা ক্রিকেটকে কলুষিত করছে। ’
নির্বাচন বানচালের দাবি করেন আরেক সংগঠক পাপ্পু। এ ব্যাপারে তিনি বলেন, ‘নির্বাচন বানচালের খবর উড়ো। অনেকেই বলছে বোর্ড ভেঙ্গে যাচ্ছে, অ্যাডহক কমিটি হচ্ছে। আমি জানি না কারা এসব ছড়াচ্ছে। ’
মাহবুব আনাম প্রসঙ্গে পাপু বলেন, ‘মাহবুব আনামের সাথে আমরা ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছি তারা কেউই বলবে না তার সাথে কাজ করতে অস্বস্তি হচ্ছে। সবাই তার সাথে কাজ করতে স্বতঃস্ফূর্ত। ’
বিসিবি নির্বাচনের ক্ষেত্রে তামিম ইকবালের নাম জুড়ে আছে। অনেকেরই ধারণা তামিম বোর্ডে আসছেন। এ ব্যাপারে বাবু বলেন, ‘তামিম ক্রিকেটের বিষয়ে অনেক কিছু জানেন। সে যদি ক্রিকেটে আসে, যেভাবেই আসুক না কেন, ক্রিকেটের ভালো হবে, ক্রিকেটই এগিয়ে যাবে। ক্রিকেটের জয় হবে। এটা আমরা বিশ্বাস করি। ’
আরইউ