ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

ক্রিকেট

সিরিজ জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:২০, অক্টোবর ২৫, ২০১৮
সিরিজ জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন .

ঢাকা: জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও দাপুটে জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীও অভিনন্দন জানিয়েছেন টাইগারদের। 

বুধবার (২৪ অক্টোবর) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ কথা জানানো হয়।

অভিনন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলকে এ জয়ের ধারা ধরে রাখতে টাইগাররা তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

এছাড়া আলাদা বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ আ স ম ফিরোজ।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
এমইউএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।