ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টেস্টের আগে সেঞ্চুরিতে প্রস্তুতি সেরে নিলেন মুমিনুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
টেস্টের আগে সেঞ্চুরিতে প্রস্তুতি সেরে নিলেন মুমিনুল মুমিনুল হক। ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

ম্যাচ অনেকটাই নিজেদের দিকে নিয়ে রেখেছিল চট্টগ্রাম বিভাগ। শুধু আনুষ্ঠানিকতা বাকি রেখে চতুর্থ দিন মাঠে নামে তারা। আর বাকি ছিল মুমিনুল হকের সেঞ্চুরি। দুটোই পেয়ে গেলো চট্টগ্রাম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) তৃতীয় রাউন্ডের চতুর্থ দিনে।

মুমিনুলের এই সেঞ্চুরির উপর ভর করেই চতুর্থ দিনের এক ঘণ্টার মধ্যেই মৌসুমে নিজেদের প্রথম জয় তুলে নেয় চট্টগ্রাম। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকার বিপক্ষে জয়ের লক্ষ্যে ২০২ রান সামনে রেখে মাঠে নামে বন্দর নগরীর দলটি।

এর মধ্যে শেষ দিনে বাকি ছিল মাত্র ৮৯ রান। তাদের হাতে তখনও ৮টি উইকেট। আর শেষ দিন কোনো উইকেট না হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যান মুমিনুলরা।

৬২ রানে অপরাজিত থেকে চতুর্থদিন মাঠে নামেন কক্সবাজারের ক্রিকেটার মুমিনুল। তার সঙ্গে নামেন ৪৬ রান করা তাসামুল হক।

চতুর্থদিন মাত্র ১০২ বলে প্রথম শ্রেণির ক্যারিয়ারের ১৫তম সেঞ্চুরি পূরণ করেন মুমিনুল। ১১ চার ও ২ ছক্কার মারে ১১৫ বল থেকে ১১১ রানে অপরাজিত থাকেন তিনি। তার সঙ্গী তাসামুল ১১০ বলে ১৩ চার ও ১ ছক্কার মারে ৮৯ রানে অপরাজিত থাকেন।

ম্যাচে টসে জিতে আগে ব্যাট করে ঢাকা বিভাগ থেমে যায় ২৮৮ রানে। চট্টগ্রামের পক্ষে ক্যারিয়ার সেরা ৮ উইকেট নেন নাঈম হাসান। জবাবে চট্টগ্রাম অলআউট হয় মাত্র ২৩৮ রানে। প্রথম ইনিংসে শূন্য রানেই ফিরে যান মুমিনুল।  

পঞ্চাশ রান এগিয়ে থীক দ্বিতীয় ইনিংস শুরু করে রাজধানীর দলটি। কিন্তু মাত্র ১৫১ রানেই গুটিয়ে যায় তারা। ২০২ রানের লক্ষ্য দাঁড়ায় চট্টগ্রামের। মুমিনুল-তাসামুলের ব্যাটে সহজ জয় পায় স্বাগতিকরা।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
এমকেএমে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।