ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মোস্তাফিজের দ্বিতীয় শিকার কার্টার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, মে ১৩, ২০১৯
মোস্তাফিজের দ্বিতীয় শিকার কার্টার ছবি: সংগৃহীত

বাংলাদেশকে ব্যাক টু ব্যাক সাফল্য এনে দিলেন মোস্তাফিজুর রহমান। রোস্টন চেজের পর তার শিকারে মাঠ ছাড়েন জোনাথন কার্টার। আগের ম্যাচে ফিফটি করা চেজকে এ ম্যাচে বেশিক্ষণ টিকতে দেননি মোস্তাফিজ। দলীয় ২০তম ওভারে ১৯ রান করা চেজকে মাহমুদউল্লাহ রিয়াদের ক্যাচে ফেরান কাটার মাস্টার। পরে ২৪তম ওভারে ব্যক্তিগত ৩ রানে থাকা কার্টারকে এলবির ফাঁদে ফেলে বিদায় করেন তিনি।

এ রিপোর্ট খেলা পর্যন্ত ২৪ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১০০ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ।

এর আগে ড্যারেন ব্রাভোকে বিদায় করে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দেন মেহেদি হাসান মিরাজ।

ওয়েস্ট ইন্ডিজের দলীয় ৫৬ রানের মাথায় ব্যক্তিগত ৬ রানে থাকা ব্রাভোকে এলবির ফাঁদে ফেলেন স্পিনার মিরাজ।

নিজের করা তৃতীয় ওভারে সুনীল অ্যামব্রিসকে ফিরিয়ে উইকেটের সূচনা করেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দলীয় ৩৭ রানে ও অ্যামব্রিসের ব্যক্তিগত ২৩ রানে ফিরিয়ে দেন মাশরাফি। তৃতীয় ওভারের পঞ্চম বলে উইকেটের পেছনে থাকে সৌম্য সরকারের হাতে ধরা পড়েন ক্যারিবিয়ান ওপেনার। ডানদিকে ঝাপিয়ে পড়ে দুর্দান্ত এক ক্যাচ নেন সৌম্য।

এর আগে দলে এক পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে হেরে ফিল্ডিং পায় বাংলাদেশ। সোমবার (১৩ মে) ডাবলিনে টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে মুখোমুখি হয় দল দুটি।

বাংলাদেশ একাদশে এসেছে এক পরিবর্তন। আগের ম্যাচ খেলা অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের পিঠের ইনজুরিতে অভিষেক হয় ডানহাতি পেসার আবু জায়েদ রাহির। ক্যারিবিয়ানদের দলেও এসেছে পরিবর্তন। ডানহাতি স্পিনার ফাবিয়ান অ্যালেনের পরিবর্তে বার্বাডোজ অলরাউন্ডার রেয়মন রেফারকে দলে নেন দলনেতা হোল্ডার।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহমান (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, আবু জায়েদ রাহি, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: সুনীল অ্যামব্রিস, শাই হোপ (উইকেটরক্ষক), ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জোনাথন কার্টার, জেসন হোল্ডার (অধিনায়ক), ফাবিয়ান অ্যালেন, অ্যাশলে নার্স, কেমার রোচ, শেলডন কটরেল, শেনন গ্যাব্রিয়েল।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, মে ১৩, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।