ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

বাংলাদেশকে হারাতে আত্মবিশ্বাসী নেদারল্যান্ডস

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০০, আগস্ট ২৮, ২০২৫
বাংলাদেশকে হারাতে আত্মবিশ্বাসী নেদারল্যান্ডস

বাংলাদেশ সফরে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নামছে নেদারল্যান্ডস। এই সুযোগকে শতভাগ জেতার সম্ভাবনা হিসেবে দেখছেন দলটির অধিনায়ক স্কট এডওয়ার্ডস।

তার বিশ্বাস, সঠিকভাবে খেলতে পারলে বাংলাদেশকে হারানো অসম্ভব নয়।  

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে চার ম্যাচে জয় বাংলাদেশের, একবার ঘরের মাঠে জয় ডাচদের। তবে সর্বশেষ লড়াইয়ে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে জয় পেয়েছিল নেদারল্যান্ডস। সেই স্মৃতি এখনও তাদের মনে বাড়তি আত্মবিশ্বাস জোগায়।  

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এডওয়ার্ডস বলেন, “আমরা সবসময় জয়ের মানসিকতা নিয়েই মাঠে নামি। যদি নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা কাজে লাগাতে পারি, তবে বাংলাদেশকে হারানোর শতভাগ সুযোগ আছে। ” 

আগের জয় তাদের বাড়তি আত্মবিশ্বাস জোগাবে কি না এমন প্রশ্নের জবাবে ডাচ অধিনায়ক বলেন, “ফরম্যাট আলাদা, পরিবেশও আলাদা। তবু যে কোনো দলের বিপক্ষে জয় আত্মবিশ্বাস বাড়ায়। সাম্প্রতিক সময়ে যেভাবে খেলছি, তাতে আমরা আশাবাদী। ” 

সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপীয় বাছাইপর্বে অপরাজিত নেদারল্যান্ডস। এডওয়ার্ডসের ভাষায়, এই সাফল্য দলকে বিশ্বাস জুগিয়েছে। তিনি যোগ করেন, “কোয়ালিফায়ারে আমরা প্রেশার নিয়ে ম্যাচ খেলেছি এবং সবগুলো জিতেছি। এখন আমরা জানি, ভালো দিনে যে কোনো দলকে হারানো সম্ভব। ” 

বাংলাদেশকে তাদের মাটিতে হারানো সহজ কাজ নয় এটা মানেন ডাচ অধিনায়ক। তাই কন্ডিশন বুঝে দ্রুত মানিয়ে নেওয়ার ওপর জোর দিচ্ছেন তিনি।
বাংলাদেশের প্রশংসা করে তিনি বলেন, “বাংলাদেশ ঘরের মাঠে সবসময় ভীষণ শক্তিশালী। জিততে হলে আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে। এখানে কন্ডিশন ভিন্ন এবং বাংলাদেশের খেলোয়াড়রা এটা ভালো জানে। তাই আমাদের দ্রুত মানিয়ে নিতে হবে। ” 

সিলেটে আগামী শনিবার সন্ধ্যা ৬টায় শুরু হবে বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের প্রথম ম্যাচ। একই ভেন্যু ও সময়ে সোম ও বুধবার অনুষ্ঠিত হবে বাকি দুই ম্যাচ।

এফবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।