ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

ক্রিকেট

মিনি রঞ্জি ট্রফিতে প্রথম ম্যাচ ড্র করলো বিসিবি একাদশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২৭, জুলাই ১৪, ২০১৯
মিনি রঞ্জি ট্রফিতে প্রথম ম্যাচ ড্র করলো বিসিবি একাদশ দুর্দান্ত ব্যাটিং করেছেন শান্ত/সংগৃহীত ছবি

মিনি রঞ্জি ট্রফিতে ভারতের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে টেস্ট ম্যাচ ড্র করেছে বিসিবি একাদশ।

তৃতীয় দিন শেষে পাওয়া ১৮৯ রানের লিড নিয়ে ১ উইকেটে ৪২ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে মুমিনুলের দল। দ্বিতীয় ইনিংসে বিসিবি একাদশ অলআউট হয় ১৭৫ রানে।

সর্বোচ্চ ৪৭ রান আসে ওপেনার সাইফ হাসানের ব্যাট থেকে।

৩২২ রানের টার্গেটে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১ উইকেটে ৩৮ রান তোলার পর ম্যাচটি ড্র ঘোষণা করা হয়।

এর আগে মুমিনুল হক ও নাজমুল হোসাইন শান্ত’র সেঞ্চুরিতে ৭ উইকেটে ৫০০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে বিসিব। জবাবে তাইজুল ইসলামের ৮ উইকেটের সুবাদে বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রথম ইনিংসে অলআউট হয় ৩৫৩ রানে।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৯
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।