মহেন্দ্র সিং ধোনি। ছবি: সংগৃহীত
সদ্য শেষ হওয়া বিশ্বকাপের পরপরই আলোচনা শুরু হয় ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে। কিন্তু সে বিষয়ে কোনো কথা না বলে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে নিজের নাম প্রত্যাহার করে ভারতীয় সেনাবাহিনীর হয়ে দুই মাসের ট্রেনিংয়ে চলে যান। এ নিয়েও বেশ আলোচনা-সমালোচনা হয়। তবে আর্মিতে যাওয়ার সিদ্ধান্তে ভারতের সাবেক ক্রিকেটার কপিল দেব ও গৌতম গম্ভীরকে পাশে পেলেন ধোনি।
৩৮ বছর বয়সী ধোনি দুই মাসের জন্য ভারতীয় আর্মির প্যারাসুট রেজিমেন্টে যোগ দিয়েছেন। তার এমন সিদ্ধান্তে উচ্ছ্বসিত গম্ভীর বলেন, ‘ধোনির কাজটি দারুণ হয়েছে।
আমি এর আগেও অনেকবার বলেছি, ধোনির ঠিক তখনই আর্মির পোশাক পরা উচিৎ যখন সে আর্মির জন্য কিছু করতে পারবে এবং ধোনি এবার সেই সিদ্ধান্তই নিল। তার এই সিদ্ধান্ত এটাই প্রমাণ করে আর্মির জন্য সে কতটা একনিষ্ঠ। ধোনির এই পদক্ষেপ দেশের অনেক তরুণকে উৎসাহিত করবে এবং তারা আর্মিতে যাওয়ার জন্য আগ্রহী হবে। ’
গম্ভীরের মতোই ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেবও ধোনির সিদ্ধান্তে সহমত ও অভিনন্দন জানিয়েছেন। কপিল দেব বলেন, ‘ধোনি যেটা করেছে সেটা অনেক বড় কাজ। এটা দেশের তরুণ সমাজকে উৎসাহিত করবে। আমার মনে হয় এখন থেকে তরুণরা কিছু সময় আর্মিতে কাটানোর চেষ্টা করবে যা দেশকে সাহায্য করবে এবং তরুণরা নতুন কিছু শিখতে পারবে। ’
বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
এমকেএম/এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।