২০১৬ সালের সেপ্টেম্বরে নারগিস মালিক নামের এক যুক্তরাজ্যের নাগরিককে বিয়ে করেন আমির। দম্পতি ভিসায় ৩০ মাস পযর্ন্ত যুক্তরাজ্যে থাকার অনুমতি আছে তার।
তিনি আরও বলেন, ‘দম্পতি ভিসায় আমির যুক্তরাজ্যে মুক্তভাবে কাজ করতে পারবেন এবং স্থায়ী নাগরিকদের মতো সুবিধা ভোগ করতে পারবেন। এজন্য আমির দেশটিতে বাড়ি কেনারও পরিকল্পনা করছেন। ’
২০১০-১১ সালে কিশোর জেলে (জুভেনাইল জেল) থাকলেও দম্পতি ভিসায় যুক্তরাজ্যের নাগরিকত্ব্ পেতে কোনো সমস্যা হবে না আমিরের, এমনটি জানানো হয়। এর আগে ২০১০ সালে লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের কারণে আর্ন্তজাতিক ক্রিকেট থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হন আমির। কলঙ্কজনক সেই অধ্যায় শেষে তিনি মাঠে ফেরেন ২০১৫ সালে।
‘আমির প্রতিনিয়ত ইংল্যান্ডে ভ্রমণ করেন এবং গত বছর কাউন্টি ক্রিকেট খেলেছেন। তার জন্য নাগরিকত্ব পাওয়া ঝামেলার হবে না। ’ বলেছে সূত্রটি।
টেস্ট থেকে অবসর নিলেও পাকিস্তানের রঙিন পোশাকে ওয়ানডে ও টি-টোয়েন্টি চালিয়ে যাবেন আমির।
বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
ইউবি /এমএমএস