চলতি ক্রিকেটীয় বছরে ওয়েস্ট ইন্ডিজের হয়ে আট টেস্টে ৫৬৫ রান করেন হোল্ডার। এই সময়ে চারবার পাঁচ উইকেটসহ নেন ৪০ উইকেট।
এছাড়া, বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার জিতেছেন দারুন ফর্মে থাকা শাই হোপ। আর টি-টুয়েন্টিতে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন পেস বোলিং অলরাউন্ডার কিমো পল।
বর্ষসেরা উদীয়মান পুরস্কার জিতেছেন গতিময় পেসার ওশান টমাস। নারী বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার উঠেছে অলরাউন্ডার ডিয়েন্ড্রা ডটিনের হাতে।
মূলত বর্ষসেরা পুরস্কারের জন্য ২০১৮ সালের এপ্রিল থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ক্রিকেটারদের পারফরম্যান্স বিবেচনা করা হয়েছে। গত ফেব্রুয়ারিতে গ্যারি সোবার্সের পর ওয়েস্ট ইন্ডিজের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের চূড়ায় ওঠেন হোল্ডার।
বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
এমকেএম