ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

বিসিবির আমন্ত্রণে মুশফিকের ‘না’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৩, সেপ্টেম্বর ৮, ২০২৫
বিসিবির আমন্ত্রণে মুশফিকের ‘না’ ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজন করছে বিশেষ এক ব্যাটিং কর্মশালা। যার নাম দেওয়া হয়েছে ‘রান স্কোরিং শো’।

দেশের কোচদের দক্ষতা বাড়ানোর উদ্দেশ্যে আয়োজিত এই কর্মশালাটি শুরু হবে আগামী ১০ সেপ্টেম্বর। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই কর্মশালা চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত।  

অস্ট্রেলিয়ার অভিজ্ঞ কোচ অ্যাশলে রস থাকছেন এই কর্মশালার প্রধান প্রশিক্ষক হিসেবে। তাকে সহায়তা করবেন ইয়ান রেইনশ। বিসিবির ক্রিকেট কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম কয়েকদিন আগে সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন।  

এই কর্মশালায় আমন্ত্রণ জানানো হয়েছে মোট ২০ জন ক্রিকেটার ও কোচকে। তাদের মধ্যে অন্যতম সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তিনি কোচিং ক্যারিয়ারের দিকে ঝুঁকছেন। সেই পথচলার শুরু হচ্ছে এই কর্মশালার মাধ্যমেই। অন্যদিকে, অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে এখনো জাতীয় দলের টেস্ট ফরম্যাটে খেলে যাওয়ায় তিনি এই কর্মশালায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন।  

মাহমুদউল্লাহর পাশাপাশি শামসুর রহমান শুভ, ফজলে মাহমুদ রাব্বি, নাইম ইসলাম, নাজিমউদ্দিন ও মার্শাল আইয়ুব অংশ নেবেন কর্মশালায়। কোচদের মধ্যে থাকছেন মিজানুর রহমান বাবুল, সোহেল ইসলাম, রাজিন সালেহ, নাসিরউদ্দিন ফারুক, তুষার ইমরান, হান্নান সরকার, মোহাম্মদ আশরাফুল ও জাহাঙ্গীর আলম।  

এদিকে, ১৫ থেকে ১৯ সেপ্টেম্বর মিরপুরেই শুরু হবে লেভেল-থ্রি কোচিং কোর্স। এই কোর্সে প্রশিক্ষক হিসেবে আসছেন অস্ট্রেলিয়ার রস টার্নার, অ্যালেন ক্যাম্পবেল ও জিওফ লওসন।  

এফবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।