মূলত বোলিং অ্যাকশনের কারণেই ক্যারিয়ারের শুরুতেই সবার নজরে পড়ে যান মালিঙ্গা। অবশ্য তার অমন অদ্ভুত অ্যাকশন ক্রিকেট বিশ্বে খুব জনপ্রিয় নয়, কিন্তু মালিঙ্গা ঠিকই সবার মনোযোগ আকর্ষণ করে নিয়েছেন।
ক্যারিয়ার শুরুর কিছুদিন পরেই পেসারদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ও কার্যকর হিসেবে নিজেকে প্রমাণ করেন মালিঙ্গা। এটা মোটামুটি নিশ্চিত, যেদিন এই পেস তারকা বুটজোড়া তুলে রাখবেন ক্রিকেটভক্তরা তাকে অনেকদিন মিস করবে। কিন্তু ১৭ বছর বয়সী মাথিশা পাথিরানা হয়তো মালিঙ্গাকে এত সহজে ভুলে থাকতে দিবেন না। নিজেকে ঠিক মালিঙ্গার মতো করেই গড়ে তুলেছেন তিনি।
তবে মালিঙ্গার সঙ্গে কিছু ক্ষেত্রে অমিলও আছে। যেমন রান আপ শুরুর সময় বাঁকানো বোলিং অ্যাকশনের কোনো ইঙ্গিত পাওয়া যায় না। কিন্তু যেই হাত পেছনে নিয়ে বল ছুড়তে যাবেন ঠিক তখনই তার বোলিং অ্যাকশনের আসল রূপ ধরা পড়বে। মালিঙ্গার সঙ্গে এই অ্যাকশন হুবুহু মিলে যায়। আর এই বোলিং অ্যাকশনের ফলও অবিশ্বাস্য। ক্যান্ডির ট্রিনিটি কলেজের হয়ে অভিষেকেই মাত্র ৭ রান খরচে ৬ উইকেট তুলে নিয়েছেন তিনি। লঙ্কানদের কপাল বটে!
নতুন 'মালিঙ্গা'র বোলিং অ্যাকশনের ভিডিও-
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
এমএইচএম