তবে আবহাওয়ার উন্নতি সাপেক্ষে যে কোনো সময় খেলা শুরু হবে বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য দীর্ঘ প্রতীক্ষিত চার দিনের আন্তর্জাতিক ম্যাচের উদ্ধোধনী হওয়ার কথা ছিল শনিবার (২৬ অক্টোবর) সকাল ৯টায়।
এছাড়া সকাল সাড়ে ৯টায় ঐতিহাসিক ম্যাচের বল মাঠে গড়ানোর কথা থাকলেও আউটফিল্ড ভেজা থাকায় ম্যাচ অফিশিয়াল এবং দুই দলের কর্মকর্তারা মাঠ পরিদর্শন শেষে ম্যাচ রেফারি সকাল সাড়ে ৯টায় প্রথম দিনের প্রথমদিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।
ম্যাচ রেফারি সাংবাদিকদের বলেন, আবহাওয়া পরিস্থিতির উন্নতি এবং মাঠের পরিবেশ খেলার উপযোগী হলে তখন আউটফিল্ড পরিদর্শন শেষে খেলা শুরুর বিষয়ে সিদ্ধান্ত হবে।
এদিকে বরিশাল স্টেডিয়ামে প্রথমবারের মতো আন্তর্জাতিক যুব ক্রিকেট ম্যাচ ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃস্টি হয়েছে ক্রীড়াপ্রেমীদের মাঝে। দূর-দূরান্ত থেকে শত শত ক্রিকেট ভক্ত বরিশাল স্টেডিয়ামে এসে প্রথম দিনের খেলা পরিত্যক্ত হওয়ার খবর শুনে নিরাশ হয়ে ফিরে গেছেন।
বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক শওকত জাহান গাজী জানান, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ভারতের অংশে লঘুচাপ সৃষ্টি হওয়ার প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে। শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৪৭ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে বাতাসের তেমন বেগ ছিল না।
এছাড়া আগামী দু’একদিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
এমএস/এমএমএস