ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাশরাফির ব্রেসলেট বিক্রি হলো ৪২ লাখ টাকায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৫ ঘণ্টা, মে ১৮, ২০২০
মাশরাফির ব্রেসলেট বিক্রি হলো ৪২ লাখ টাকায় মাশরাফির ব্রেসলেট বিক্রি হলো ৪২ লাখ টাকায়

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের শুরু থেকে অসহায় হয়ে পড়া মানুষদের পাশে দাঁড়িয়েছেন মাশরাফি বিন মর্তুজা। এবার সেসব অসহায়দের সহায়তার জন্য তহবিল গঠন করতে নিজের পছন্দের ব্রেসলেটটি নিলামে তোলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। সেই ব্রেসলেটটি ৪২ লাখ টাকায় বিক্রি হয়েছে।

রোববার (১৭ মে) দিনগত রাতে ‘অকশন ফর অ্যাকশন’ এর মাধ্যমে ব্রেসলেটটি বিক্রি করা হয়। নিলামের শেষ সময় ফেসবুক লাইভে উপস্থিত ছিলেন মাশরাফি।

বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি অ্যাসোসিয়েশন (বিএলএফসিএ) ব্রেসলেটটি কিনে নেন। তবে সবাইকে অবাক করে দিয়ে প্রতিষ্ঠানের কর্নধার ব্রেসলেটটি মাশরাফিকেই উপহার দিয়েছেন।

শনিবার (১৬ মে) রাত থেকে শুরু হয়ে নিলামটি চলে রোববার (১৭ মে) পর্যন্ত। ম্যাশের ব্রেসলেটের ভিত্তিমূল্য ছিলো ৫ লাখ টাকা। ব্রেসলেট বিক্রির পুরো অর্থ দেওয়া হবে মাশরফির নড়াইল ফাউন্ডেশনের কাছে।

বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, মে ১৮, ২০২০
আরএআর/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।