ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আইপিএল আয়োজনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিসিসিআই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, জুন ১১, ২০২০
আইপিএল আয়োজনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিসিসিআই ছবি: সংগৃহীত

চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে কি হবে না তা নিয়ে এখনও শঙ্কা রয়ে গেছে। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য নির্ধারণের সময় নেওয়ার পরও এই বছরের শেষের দিকে আইপিএল আয়োজন নিয়ে পরিকল্পনা করছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। 

বুধবার (১০ জুন) ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি রাজ্যের অ্যাসোসিয়েশনগুলোকে দেওয়া এক চিঠিতে জানিয়েছেন, বোর্ড শিগগিরই ভবিষ্যতের কার্যক্রম নিয়ে সিদ্ধান্ত নেবে। সংকটকালীন আয়ের জন্য বিসিসিআই খালি স্টেডিয়ামগুলোতে আইপিএল আয়োজন করতে চায়।

গাঙ্গুলি জানান, ‘এই বছর আইপিএল আয়োজন নিশ্চিত করার জন্য সকল বিকল্প সম্ভবনাগুলো নিয়ে কাজ করছে বিসিসিআই। এমনকি খালি স্টেডিয়ামগুলোতে হলেও। সমর্থক, ফ্র্যাঞ্জাইজি, খেলোয়াড়, ব্রডকাস্টার, স্পন্সর এবং সকল স্টেকহোল্ডার এ বছর আইপিএল আযোজনের সম্ভাবনা নিয়ে সামনের দিকে তাকিয়ে আছে। ’ 

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জুন ১১, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।