ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকিব খুবই বুদ্ধিমান বোলার: সাকলায়েন মুশতাক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, জুন ১৫, ২০২০
সাকিব খুবই বুদ্ধিমান বোলার: সাকলায়েন মুশতাক বাংলাদেশে স্পিন কোচ থাকাকালীন সাকিবের সঙ্গে সাকলায়েন মুশতাক

সাকলায়েন মুশতাক খেলার সময় নিজেকে সবচেয়ে সেরা স্পিনার হিসেবেই প্রমাণ করেছিলেন। পাশাপাশি তার সৃষ্টিতে রয়েছে ‘দুশরা’। পরবর্তীতে এই অস্ত্র ব্যবহার করে শ্রীলঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন হয়েছিলেন বিশ্বসেরা। তার দেখানো পথে হেঁটেছেন ভারতের রবীচন্দ্রন অশ্বিনও।

পাকিস্তানের এই স্পিন জাদুকর এবার বর্তমান সময়ে খেলা সেরা স্পিনারদের নিয়ে কথা বলেছেন। যেখানে অন্য অনেকের সঙ্গে এসেছে সাকিব আল হাসানের নামও।

আর বাংলাদেশ তারকাকে তিনি বুদ্ধিমান বোলার হিসেবে আখ্যা দিয়েছেন।

সাকলায়েনের মতে পুরো বিশ্বজুড়ে টেস্ট ক্রিকেট ফরম্যাটে অস্ট্রেলিয়ার ডানহাতি স্পিনার নাথান লায়ন সেরা। তিনি বলেন, ‘লঙ্গার ভার্সনে আমার মতে বিশ্বজুড়ে নাথান লায়ন সেরা। সে বড় সব দলের বিপক্ষে সফলতা পেয়েছে এমনকি স্পিনে ভালো খেলা ভারত ও পাকিস্তানের সঙ্গেও তার রেকর্ড ভালো। ’

এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের দুই স্পিনার অশ্বিন ও কুলদ্বীপ যাদব প্রসঙ্গে সাকলায়েন বলেন, ‘অশ্বিনও ভালো বোলার তবে ঘরের মাঠে। আর সীমিত ওভারের ক্রিকেটে কুলদ্বীপ সত্যিই অসাধারণ স্পিনার এবং তার মাঝে ক্রিকেটের জ্ঞানও আছে। ’

এরপরেই সাকিবকে নিয়ে এই কিংবদন্তি বলেন, ‘সাকিব আল হাসান খু্বই বুদ্ধিমান বোলার। আমি বাংলাদেশে কাজ করার সময় তাকে খুব কাছ থেকে দেখেছি। ’

সবশেষে সাকলায়েন নিজ দেশের স্পিনারদের নিয়ে বলেন, ‘পাকিস্তানে শাদাব খানের মাঝে দারুণ কিছু আছে এবং আমি মনেকরি সে টেস্ট ক্রিকেটেও ভালো করবে। আর ইয়াসির শাহর মাঠের রেকর্ড দেখলেই বোঝা যায় সে বিশ্বসেরা। ’

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, জুন ১৫, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।