ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

ক্রিকেট

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে কিউই উইকেটরক্ষক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৯, জুন ১৮, ২০২০
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে কিউই উইকেটরক্ষক র‌্যাচেল প্রিয়েস্ট

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ড উইকেটরক্ষক র‌্যাচেল প্রিয়েস্ট। ২০২০-২১ মৌসুমের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার মাত্র দুই সপ্তাহের মধ্যে এই ঘোষণা দেন ৩৪ বছর বয়সী তারকা। 

এর আগেও দল থেকে বাদ পড়েছিলেন প্রিয়েস্ট। দুই বছর পর ২০১৯ সালে ফের দলে ফিরেন তিনি।

চলতি বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও নিউজিল্যান্ডের হয়ে খেলেছেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।  

জাতীয় দল থেকে অবসর নিলেও অস্ট্রেলিয়ার নারী জাতীয় ক্রিকেট লিগে (ডব্লিউএনসিএল) খেলবেন প্রিয়েস্ট। তাসমানিয়ার সঙ্গে চুক্তি আছে তার।  

কিউই জাতীয় নারী দলের হয়ে এই উইকটরক্ষক-ব্যাটসম্যান তার ১৩ বছরের ক্যারিয়ারে ৮৭টি ওয়ানডে খেলে করেছেন ১৬৭৪ রান। ৮৭৩ রান ৭৫ টি-টোয়েন্টিতে। এই দুই ফরম্যাটে ২ সেঞ্চুরির পাশপাশি আছে ১১ ফিফটি। আর গ্লাভসবন্দী করেছেন ১৬৫ উইকেট।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, জুন ১৮, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।