ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তামিমের মাসহ পরিবারের ৪ জন করোনা আক্রান্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১২ ঘণ্টা, জুন ২১, ২০২০
তামিমের মাসহ পরিবারের ৪ জন করোনা আক্রান্ত মা-সহ তামিমের পরিবারের ৪ জন করোনা আক্রান্ত

বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে করোনা ভাইরাস ভালোভাবেই থাবা বসিয়েছে। একদিনেই সাবেক বর্তমান মিলিয়ে তিন ক্রিকেটারের কোভিড-১৯ পজিটিভের খবর পাওয়া গেছে। আর এদের মধ্যে সবচেয়ে বড় নামটি ছিল মাশরাফি বিন মর্তুজা। তবে দিনের শুরুতে বাংলাদেশের ওপেনার তামিম ইকবালের ভাই সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর আসে। কিন্তু এবার আরও খারাপ খবর, তার পরিবারে মাসহ আরও দু’জনের শরীরে এবার করোনা শনাক্তের বিষয় জানা যায়।

তামিম ইকবালের পারিবারিক সূত্র গণমাধ্যমে এমন খবর নিশ্চিত করে। যেখোনে নাফিস ইকবাল করোনায় আক্রান্ত হয়েছেন প্রথমে।

পরে তার মা নুসরাত ইকবাল,  স্ত্রী ও সন্তানেরও করোনা পজিটিভ এসেছে। এছাড়া তাদের বাসার কাজের মেয়েও করোনা আক্রান্ত বলে খবর পাওয়া যায়।  তবে তাদের কারোই জ্বর ছাড়া অন্য কোন উপসর্গ ছিলো না। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বাসায় বসেই চিকিৎসা নিচ্ছেন তারা।

এর আগে শনিবার নাফিস ইকবাল খান করোনা আক্রান্ত বলে খবর আসে। পরে বাংলাদেশের সাবেক সফল অধিনায়ক, পেসার ও নড়াইল-২ আসনের এমপি মাশরাফি করোনায় পজিটিভ হন। এরপর আরেক ক্রিকেটার নাজমুল ইসলাম অপুও করোনায় আক্রান্ত হন।

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, জুন ২১, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।