মোরে অবশ্য বলেননি, মাঠে খারাপ খেলোয়াড় ছিলেন গাভাস্কার। না হলে কি অত রান করতে পারতেন ‘লিটল মাস্টার’! ভারতের সাবেক উইকেটরক্ষকের চোখে গাভাস্কার বাজে ব্যাটসম্যান ছিলেন নেটে।
মোরের মতে, ৭০ বছর বয়সী ব্যাটসম্যান সে সময় যখন নেটে ব্যাটিং অনুশীলন করতেন তখন নাকি বোলারদের বিপক্ষে বেশ যুদ্ধ করতে হতো। কিন্তু ব্যাট হাতে মাঠে নামলেই হয়ে ওঠতেন অন্যরকম। তার প্রমাণ তো ক্যারিয়ারে অসংখ্যবার দিয়েছেন ‘সানি’।
গাভাস্কারের ব্যাটিং মাহাত্ম্যের কথা স্বীকার করে না এমন ক্রিকেটপ্রেমী পাওয়া দুষ্কর। মোরেও জানেন, তার সাবেক সতীর্থ প্রতিপক্ষ বোলারদের কেমন চিন্তার কারণ ছিলেন।
তবে দ্য গ্রেটেস্ট রিভালরি পোডকাস্টে সে সময়কার স্মৃতিচারণ করে গাভাস্কারের সঙ্গে ৪ বছর ড্রেসিংরুম ভাগাভাগি করা ৫৬ বছর বয়সী ভারতের সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান বলেন, ‘নেটে আমার দেখা সবচেয়ে বাজে ব্যাটসম্যানদের একজন ছিল গাভাস্কার। নেটে অনুশীলন পছন্দ করতেন না তিনি। যখন আপনি তাকে টেস্ট ম্যাচ খেলার জন্য নেটে অনুশীলন করতে দেখতেন এবং পরেরদিন ব্যাট করতে মাঠে নামতেন তার মধ্যে তার ব্যাটিংয়ের পার্থক্য থাকতো ৯৯.৯ শতাংশ। যখন আপনি নেটে তার ব্যাটিং দেখতেন তখন মনে হতো, এ কিভাবে রান করবে? কিন্তু পরেরদিন যখন তিনি ব্যাট হাতে সকালে মাঠে নামতেন তখন কেবল ‘ওয়াও’ ছাড়া আর কোনো কিছু বলার থাকতো না।
বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, জুলাই ০৪, ২০২০
ইউবি