ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

করোনামুক্ত হয়ে বাসায় ফিরলেন আকরাম খান

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২১
করোনামুক্ত হয়ে বাসায় ফিরলেন আকরাম খান

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে বোর্ডের অন্যতম শীর্ষ পরিচালক আকরাম খান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিন দিন হাসপাতালে থাকার পর বাসায় ফিরেছেন। রোববার রাতে তিনি করোনা নেগেটিভ হয়েছেন।

রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনদিন ভর্তি থাকার পর করোনামুক্ত হয়েছেন আকরাম। নেগেটিভ ফল পাওয়ার পর আর দেরি করেননি, ফিরে গেছেন বাসায়।

আকরাম বলেছেন, ‘সব রিপোর্ট ভালো এসেছে আল্লাহর রহমতে। করোনা নেগেটিভ এসেছে। সব স্বাভাবিক আছে এখন। আমাদের সবার জন্য দোয়া করবেন। ’

এর আগে, গত ১০ এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন আকরাম। প্রথম কয়েকদিন বাসায়ই চিকিৎসা নিয়েছিলেন তিনি। তবে তার অক্সিজেন লেভেল ঠিক থাকলেও, কাশি বেড়ে যাওয়ার কারণে গত বৃহস্পতিবার বিকেলে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।