ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মুমিনুলের একাদশ সেঞ্চুরি, দেশের বাইরে প্রথম

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২১
মুমিনুলের একাদশ সেঞ্চুরি, দেশের বাইরে প্রথম

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন ফের ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। আর ব্যাটিংয়ে নেমে নিজের টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি হাঁকিয়েছেন মুমিনুল হক।

যেখানে দেশের বাইরে প্রথমবার সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি।  অন্যপ্রান্তে দেড়শ রান করে অপরাজিত আছেন নাজমুল হোসেন শান্ত।

২২৪ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছানো অধিনায়ক মুমিনুল এ সময় ৯টি চার মারেন। এছাড়া তৃতীয় উইকেট জুটিতে তিনি নাজমুল হোসেন শান্তর সঙ্গে ২১৩ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন রয়েছেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১১২ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৩৬৫ রান করেছে বাংলাদেশ। মুমিনুল ১০৩ ও নাজমুল হোসেন শান্ত ১৫০ রানে অপরাজিত আছেন।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় মাঠে নামে দু’দল।

এর আগে টস জিতে প্রথম দিন ব্যাটিংয়ে নামা বাংলাদেশ দারুণ শুরু পায়। দিন শেষে ২ উইকেট হারিয়ে ৩০২ রান করে টাইগাররা। ১২৬ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন শান্ত। এটি তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ৬৪ রানে মাঠ ছাড়েন অধিনায়ক মুমিনুল হক। তবে দুর্দান্ত ব্যাটিং করা তামিম ইকবাল ৯০ রানে আউট হন।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।