ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফের কোহলির রেকর্ড ভাঙলেন বাবর

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২১
ফের কোহলির রেকর্ড ভাঙলেন বাবর

পাকিস্তানি অধিনায়ক বাবর আজম আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ সময় পার করছেন। একদিনের ক্রিকেটের শীর্ষস্থান থেকে বিরাট কোহলিকে সরানোর পর এবার অন্য একটি বিভাগেও তিনি টপকে গেলেন ভারত অধিনায়ককে।

টি-টোয়েন্টি আন্তর্জাতিকে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ২০০০ রান করলেন বাবর। ৫২ ইনিংস নিলেন তিনি। এতদিন প্রথম স্থানে ছিলেন কোহলি। তিনি নিয়েছিলেন ৫৬ ইনিংস। তবে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেই কোহলিকে টপকে গেলেন বাবর। তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। তিনি ২০০০ রান করতে নিয়েছিলেন ৬২টি ইনিংস।

টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানদের তালিকাতেও কোহলির থেকে এগিয়ে বাবর। কোহলি যেখানে রয়েছেন পঞ্চম স্থানে, সেখানে কিছুদিন আগেই বাবর উঠে এসেছেন দ্বিতীয় স্থানে।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।