ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

নেদারল্যান্ডসকে উড়িয়ে সিরিজ বাংলাদেশের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৩, সেপ্টেম্বর ১, ২০২৫
নেদারল্যান্ডসকে উড়িয়ে সিরিজ বাংলাদেশের

এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিলো বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে লিটন দাসের দল।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক। একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। রিশাদ হোসেনের জায়গায় দলে ফেরেন নাসুম আহমেদ এবং শরিফুল ইসলামের বদলে সুযোগ পান পেসার তানজিম সাকিব।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় বাংলাদেশের বোলাররা। তৃতীয় ওভারেই নাসুম ভাঙেন ডাচ ওপেনিং জুটি। এরপর নিয়মিত বিরতিতেই পড়ে উইকেট। শেষ পর্যন্ত ১৮তম ওভারেই মাত্র ১০৩ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডসের ইনিংস। নাসুম আহমেদ একাই তুলে নেন তিন উইকেট।

১০৪ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ ইমন। তিন চার ও এক ছয়ে ২১ বলে ২৩ রান করে আউট হন ইমন। তবে এরপর আর কোনো উইকেট হারাতে হয়নি বাংলাদেশকে। সাবলীল ব্যাটিংয়ে বাকি কাজ সেরেছেন তানজিদ ও লিটন। তামিম ৪০ বলে ৫৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। লিটন ১৮ বলে ১৮ রান করেন। দুজনই শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৯ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়েন।

একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ সেপ্টেম্বর। সিরিজ নিশ্চিতের পর এবার বাংলাদেশের সামনে ডাচদের হোয়াইটওয়াশ করার পালা।

এফবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।