ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের বিপক্ষে ভয়ডরহীন ক্রিকেট খেলতে চায় শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, মে ১৪, ২০২১
টাইগারদের বিপক্ষে ভয়ডরহীন ক্রিকেট খেলতে চায় শ্রীলঙ্কা

বাংলাদেশের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে আগামী ১৬ মে ঢাকায় আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের মধ্যে আসছে তারা।

বাংলাদেশে আসার আগেই লঙ্কান অধিনায়ক কুশল পেরেরা জানিয়েছেন, এ সিরিজে 'ভয়ডরহীন ক্রিকেট' খেলবে তার দল।

কুশল বলেন, 'আমি ব্যক্তিগতভাবে ভয়ডরহীন ক্রিকেট খেলতে পছন্দ করি। এই কারণেই আমি সাফল্য পাই। আমি চাই, সবাই এভাবেই খেলুক। যখনই আমি ভয় নিয়ে খেলি, আমি সফল হতে পারি না'।

তিনি আরো বলেন, 'নিজের দুর্বলতা ও শক্তির জায়গা বুঝে খেলতে হবে। মারলে বলটি কোথায় যাবে, আমার শটটি নিতে সমস্যা হবে কিনা- এসব আপনাকে বুঝতে হবে। আপনি যদি বোলার হন তাহলে বুঝতে হবে কোন বলে উইকেট পাবেন এবং কোন বলটি করলে ডট দিতে পারবেন। আর বাংলাদেশ সিরিজে আমাদের ফিল্ডিং ইউনিট নিয়ে আমি খুবই আশাবাদী'।

বাংলাদেশে এসে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামসংলগ্ন একাডেমি মাঠে দুই দিন অনুশীলনের পর ২১ মে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে শ্রীলঙ্কা দল। ম্যাচটি হবে সাভারের বিকেএসপিতে। সিরিজের প্রথম ওয়ানডে ২৩ মে। পরের দুটি ম্যাচ ২৫ ও ২৮ মে।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, মে ১৪, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।