ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

৭ বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, মে ১৮, ২০২১
৭ বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারত

প্রায় ৭ বছর পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারতীয় ক্রিকেট দল। তবে এই সফর শিগগিরই হচ্ছে না।

কোহলিবাহিনী বাংলাদেশ সফরে আসতে পারে আগামী বছরের নভেম্বরে।

গত সোমবার ‘ব্যানটেক’ নামক এক স্পোর্টস এজেন্সির কাছে ১৯ মিলিয়ন ডলার অর্থাৎ ১৬১ কোটি টাকায় ব্রডকাস্টার স্বত্ব বিক্রি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারত সিরিজও এর অন্তর্ভূক্ত।  

আইসিসির এফটিপি অনুযায়ী ২০২২ সালের নভেম্বরে দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতের। সর্বশেষ ২০১৫ সালে বাংলাদেশ সফরে এসেছিল ভারতীয় জাতীয় দল। ওই বছর পূর্ণ শক্তির ভারতের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছিল মাশরাফিবাহিনী। সিরিজে বল হাতে চমক দেখিয়েছিলেন ‘কাটার মাস্টার’ খ্যাত মোস্তাফিজুর রহমান।

এফটিপি অনুযায়ী ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের আসন্ন ওয়ানডে সিরিজ শেষে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া (টি-টোয়েন্টি), ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ।  

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। এছাড়াও ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মে ১৮, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।