ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আম্পায়ারিং নিয়ে কোনো অভিযোগ নেই: পাপন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, জুন ১৫, ২০২১
আম্পায়ারিং নিয়ে কোনো অভিযোগ নেই: পাপন

চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আম্পায়ারের সিদ্ধান্ত মানতে না পেরে আচরণবিধি লংঘন করেন সাকিব আল হাসান। এজন্য মোহামেডান অধিনায়ককে তিন ম্যাচ নিষেধাজ্ঞা ও ৫ লাখ টাকা জরিমানার শাস্তি দেওয়া হয়েছে।

তবে সাকিবের আচরণ ছাপিয়ে আলোচনায় চলে আসে ডিপিএলের পক্ষপাতমূলক আম্পায়ারিং। ক্রিকেটপ্রেমীরা অভিযোগ করেন, ডিপিএলের আম্পায়ারেরা বিশেষ একটি দলকে সুবিধা দিয়ে থাকেন। ব্যাপক সমালোচনার মুখে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন বিসিবি বস নাজমুল হাসান পাপন।

আজই বোর্ড সভায় সেই তদন্ত রিপোর্ট দেওয়ার কথা ছিল। ৫ সদস্যের তদন্ত কমিটি সেই রিপোর্ট দিয়েছে।

সভা শেষে সাংবাদিকদের কাছে বিসিবি বস পাপন বলেন, কেউ আম্পায়ারিং নিয়ে কেনো অভিযোগ করেনি। তিনি বলেন, '...সেদিন আমি বিষয়টি তদন্ত করার নির্দেশ দেই। ১২টা ক্লাবের সাথে কথা হয়েছে। একটা ক্লাবও আম্পায়ারিং নিয়ে কোনো প্রশ্ন তুলে নাই। ক্লিয়ার? ওরা বলেছে, আম্পায়ারিং নিয়ে ওদের কোনো কমপ্লেইন নাই। বিভিন্ন ক্লাবের অধিনায়করা বলেছে, এবারের আসরটি বেস্ট টুর্নামেন্ট। '

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জুন ১৫, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।