ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পিছিয়ে যেতে পারে অস্ট্রেলিয়া সিরিজ; খেলতে পারেন মুশফিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০২১
পিছিয়ে যেতে পারে অস্ট্রেলিয়া সিরিজ; খেলতে পারেন মুশফিক

ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকা অস্ট্রেলিয়া দলের সবাই করোনা নেগেটিভ প্রমাণিত হয়েছেন। ফলে অজিদের বাংলাদেশ সফর ঘিরে যে অনিশ্চয়তা দেখা দিয়েছিল, তা কেটে গেছে।

তবে উইন্ডিজ-অস্ট্রেলিয়া সিরিজ দুই দিন পিছিয়ে গেছে। একই কারণে পিছিয়ে যেতে পারে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশে আগমন।

জৈব সুরক্ষা বলয়ে করোনা ঢুকে পড়ায় গতকাল শুক্রবার ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি টসের পর বাতিল করা হয়। পরে জানা যায়, ক্যারিবীয় দলের একজন সাপোর্ট স্টাফের রিপোর্ট পজিটিভ এসেছে। এরপর দুই দলকে সঙ্গে সঙ্গে টিম হোটেলে পাঠিয়ে দেওয়া হয়।  

নতুন করে করোনা পরীক্ষায় অবশ্য ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া দলের সবার নেগেটিভ ফল এসেছে। এরপর সিরিজ দুই দিন পিছিয়ে দেওয়া হয়। কিন্তু এর প্রভাব অজিদের বাংলাদেশ সফরের ওপর পড়েছে। ২৯ জুলাই ঢাকায় আসার কথা অস্ট্রেলিয়ার। তিন দিনের কোয়ারন্টিন শেষে ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। তবে এখন এই সূচি বদলে যেতে পারে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেছেন, ‘যদি এমন (অস্ট্রেলিয়ার আগমন পিছিয়ে যাওয়া) কিছু হয়, তাহলে সমস্যা হবে না। অস্ট্রেলিয়া সিরিজের ব্যাপারে আমরা আশাবাদী, কারণ আমাদের খেলার পর অস্ট্রেলিয়ার কোনো সিরিজ নেই। আমাদেরও খেলা নেই। যদি দুই, তিন, চার দিন পিছিয়েও যায়, তাহলে আমাদের সিরিজে কোনো সমস্যা হবে না। '

এদিকে মা-বাবা করোনায় আক্রান্ত হওয়ায় জিম্বাবুয়ে সফরের মাঝপথে জৈব সুরক্ষাবলয় ভেঙে দেশে ফিরে এসেছেন মুশফিকুর রহিম। নিয়মানুযায়ী অস্ট্রেলিয়া সিরিজের আগে তাকে ১০ দিনের কোয়ারেন্টিনে থাকতে হতো। এমতাবস্থায় কোয়ারেন্টিন শিথিল করার ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) কাছে প্রস্তাব দিয়েছিল বিসিবি। তারা না করে দিয়েছে। তবে সিরিজটা তিন-চারদিন পিছিয়ে গেলে মুশফিককে পাওয়ার সম্ভাবনা তৈরি হবে।

২১ জুলাই থেকে মুশফিকের কোয়ারেন্টিন শুরুর কথা ছিল। কিন্তু মুশফিকের পক্ষে সেটা সম্ভব হয়নি। টাইগারদের 'মি. ডিপেন্ডেবল'-কে পাওয়া নিয়ে নিজাম উদ্দিন চৌধুরী আর বলেন, 'মুশফিকের মতো একজন ক্রিকেটারকে না পাওয়া তো চিন্তার বিষয়। সেদিক থেকে আমাদের একটা চেষ্টা তো থাকবেই। আমরা এর মধ্যেই যোগাযোগ করছি। দেখি কী প্রতিক্রিয়া আসে। '

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।