আফগানিস্তান ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক গতিতারকা শন টেইট। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
আন্তর্জাতিক ক্রিকেটে টেইটের কোচিং ক্যারিয়ারের প্রথম সফর শ্রীলঙ্কায়। আগামী মাসে সেখানে পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলবে আফগানিস্তান।
আন্তর্জাতিক পর্যায়ে নতুন হলেও ঘরোয়া এবং ফ্যাঞ্জাইজিভিত্তিক লিগগুলোতে কোচিং করানোর অভিজ্ঞতা আছে টেইটের। খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর ক্রিকেট অস্ট্রেলিয়ার অধীনে ‘লেভেল ২’ এর কোচিং কোর্স করিয়েছেন তিনি। এছাড়া বিগব্যাশ লিগে মেলবোর্ন রেনেগেডসের হয়ে এবং আবুধাবির টি-১০ লিগে বাংলা টাইগার্সের সাথে কাজ করেছেন তিনি। এ বছরের রয়্যাল লন্ডন ওয়ানডে কাপেও ডারহামের কোচিং প্যানেলে ছিলেন টেইট।
খেলোয়াড়ি জীবনে গতির জন্য বিখ্যাত ছিলেন টেইট। ২০০৭ সালে অস্ট্রেলিয়ার ওয়ানডে বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা ছিল শন টেইটের। সে আসরে ১১ ম্যাচে ২৩ উইকেট শিকার করেছিলেন তিনি। এছাড়া ২০১০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে অজিদের রানার্সআপ হওয়া দলেরও সদস্য ছিলেন তিনি।
অস্ট্রেলিয়ার হয়ে ৩টি টেস্ট ৫ উইকেট, ৩৫টি ওয়ানডেতে ৬২ উইকেট এবং ২১টি টি-টোয়েন্টিতে ২৮টি উইকেট শিকার করেছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
এমএমএস