নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ক্রিস কেয়ার্নস গুরুতর অসুস্থ হয়ে অস্ট্রেলিয়ার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।
মঙ্গলবার (১০ আগস্ট) দেশটির সংবাদমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ড জানিয়েছে, গত সপ্তাহে অস্ট্রেলিয়ার ক্যানবেরায় (তিনি যেখানে থাকেন) `এওরটিক ডিসেকশান’ নামক গুরুতর একটি রোগে আক্রান্ত হওয়ায় ‘লাইফ সাপোর্টে’ নিয়ে যাওয়া হয় সাবেক এ কিউই অধিনায়ককে।
২০০৪ সালে টেস্ট থেকে বিদায় নেয়ার দু’বছর পর এ অল-রাউন্ডার সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন। এরপর অবশ্য ধারাভাষ্যকার হিসেবে ক্রিকেটে জড়িত ছিলেন। নিউজিল্যান্ডের হয়ে সাবেক এ অধিনায়ক ৬২টি টেস্ট ও ২১৫টি ওয়ানডে ম্যাচ খেলেন।
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
এমএমএস